আগামী উত্তরসূরী নির্বাচনে দিল্লিতে শাহী বৈঠকে মালব্য ও সুকান্ত

IMG-20250305-WA0287(1)

দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর বাসভবনে বেশ কিছুক্ষণ তাঁদের বৈঠক হয়। এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়কে নিয়ে ওই বৈঠকে আগামী রাজ্য উত্তরসূরী বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শাহ।
বিজেপি সূত্রের খবর, অদূর ভবিষ্যতে বঙ্গ বিজেপির চেহারা কেমন হতে চলেছে, তা নিয়েও আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে শাহের বঙ্গ সফর নিয়েও। জানা যাচ্ছে, চলতি মার্চ মাসের শেষ দিকে শাহ পশ্চিমবঙ্গে আসতে পারেন।
জানা গিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে সুকান্তর। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা শাহর কাছে তুলে ধরেন রাজ্য বিজেপির সভাপতি। ছাব্বিশের নির্বাচন নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়।
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। ২৯ জানুয়ারির সেই বৈঠকও শাহের বাসভবনেই হয়েছিল। দলীয় সূত্রের বক্তব্য, মার্চ মাসের শেষে এ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চূড়ান্ত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement