যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার এ নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই জনস্বার্থ মামলাও আগামী বৃহস্পতিবার শোনার আবেদন করা হয়েছিল।আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি। মামলাকারীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ২টি করেছে পুলিশ। বাকি ৫টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের কোনও অভিযোগ জমাই নেয়নি পুলিশ। অথচ তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্তা করা হচ্ছে। অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আজ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল ওপেন এয়ার থিয়েটার (ওএটি)-এ। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সামনে বিভিন্ন দাবি তুলে ধরছিল এসএফআই, রেভোলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট (আরএসএফ)-এর মতো ছাত্র সংগঠন। এসএফআই-এর দাবি ছিল, উপাচার্যের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীকে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের দিন ঠিক করতে হবে। ব্রাত্য ক্যাম্পাসে প্রবেশ করার আগেই এসএফআই একটি মিছিল করে। আলাদা ভাবে আন্দোলনে সামিল হয়েছিল আরএসএফ-ও। তাদের মিছিল নিয়ে আপত্তি করে ওয়েবকুপা এবং টিএমসিপি। আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত। ধুন্ধুমার বাধে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।