বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথমবার নবান্নে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়নে গতি আনতে সেখান থেকে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করা হয়। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।
মুখ্যমন্ত্রী এদিন বললেন, যে ফাইল আটকে রয়েছে, তা কেন আটকেছে, দ্রত তা খতিয়ে দেখে সেই সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি করতে হবে। সাফ জানালেন, কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে। কারণ, পরের দু’দিন মন্দির সংলগ্ন ৩ থেকে ৪ কিমি রাস্তার মধ্যে কোনও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী বৈঠকে জানান, বসতি ফাঁকা করে বিল্ডিং নয়। এর জন্য ফাঁকা জমি ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি জেলায় জেলায় কো অর্ডিনেশন কমিটি তৈরির করার কথাও বলেন তিনি।