গ্রুপ-এ থেকে সেমিফাইনাল আগেই পাকা করে রেখেছিল ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে রবিবাসরীয় লড়াইয়ে নজর ছিল, গ্রপ সেরা কে হবে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারত ৪৪ রানে জয় লাভ করে। শ্রেয়স, হার্দিকদের সৌজন্যে ২৫০ রানের টার্গেট দেয় ভারত। কিউয়ি ব্রিগেড ২৫০ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল। শুরুটা তারা একেবারে ভাল করতে পারেনি। ৪৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। কেরিয়ারের দ্বিতীয় ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই ফাইফার বরুণ চক্রবর্তীর। কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচে বিরাটের ব্যাটে ভালো ইনিংস এল না। তবে ভারত ৪৪ রানে জিতে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে। এবার সামনে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ টিম ইন্ডিয়াকে এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। তবে কেন উইলিয়ামসন আরও একবার নিজের অভিজ্ঞতার পরিচয় দিলেন। ড্যারিল মিচেলের সঙ্গে ৪৪ রানের, টম লেথামের সঙ্গে ৪০ রানের দুটো বড় পার্টনারশিপ করলেন। সবথেকে বড় কথা, তিনি নিজে ৮১ রানের একটি অনবদ্য ইনিংস খেললেন। হাঁকালেন সাতটি বাউন্ডারিও। ভারতীয় ক্রিকেট দল জিততে না জিততেই গোটা দেশজুড়ে আপাতত উচ্ছ্বাসের সুনামি শুরু হয়েছে।