শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার একটি সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শনিবারের অশান্তি সংক্রান্ত সাতটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। তার মধ্যে তিনটিই ওয়েবকুপার তরফে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এমন নানা অভিযোগে এফআইআর দায়ের করে ওয়েবকুপা। অপর দিকে, ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও এফআইআর দায়ের হয়েছে। এ ছাড়াও পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে দু’টি এফআইআর দায়ের করেছে।
যাদবপুর-কাণ্ডে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ ধৃতের নাম মহম্মদ সাহিল আলি ৷ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৷ বর্তমানে তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ৷ তাঁকে এদিনই আদালতে পেশ করা হয়েছে ৷ কলকাতার নগরপাল মনোজ বর্মা জানিয়েছেন যে এই ধৃতকে আগামী ১২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
শনিবারের ঘটনার প্রতিবাদে পথে নামে বামপন্থী ছাত্র সংগঠনও। আগামী সোমবার রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। যদিও তারা জানিয়েছে, তাদের ধর্মঘটের কারণে পরীক্ষায় কোনও সমস্যার সৃষ্টি হবে না।রবিবারও পথে থাকছে তারা। বিকেলে সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বাম ছাত্র সংগঠনের। এসএফআই সূত্রে খবর, পরবর্তী কর্মসূচি স্থির করতে সোমবারের কর্মসূচির পর আবার জিবি বৈঠক হবে। তবে, তৃণমূলের তরফে এখনও পর্যন্ত রবিবার যাদবপুরের ঘটনায় কোনও কর্মসূচির কথা জানানো হয়নি।