সোমবার উচ্চমাধ্যমিকের দিন পথে রাজনৈতিক দল, সক্রিয় পুলিশ

IMG-20250302-WA0264

ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার দিন ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। একইসঙ্গে পথে নামছে বিজেপির যুব মোর্চা। ফলে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তাই বাড়তি সতর্ক পুলিশ।
সাংবাদিক বৈঠকে মনোজ ভর্মা স্পষ্ট জানিয়েছেন, এই কর্মসূচির বিষয়ে তাদের অফিশিয়ালি পুলিশকে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া মারফত তারা জেনেছে। তারপরও আগামিকাল পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যে কোনও রকম অসুবিধা হবে না, রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবেসেই বিষয়ে জানিয়েছে তারা।
জাভেদ শামিম বলেন, “আগামিকাল পরীক্ষা আছে। পুলিশ প্রস্তুত আছে। কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আমরা আশ্বাস দিচ্ছি কোনও রকম অসুবিধা হবে না।” আজ লালবাজারের তরফে একটি হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়। পড়ুয়ারা কোনও অসুবিধায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করতে পারবেন। এর পাশাপাশি ১০০ ডায়াল করলেও তাঁরা সাহায্য পাবেন।
সোমবার রাস্তায় থাকবে পর্যাপ্ত বাস। পর্যাপ্ত পুলিশ থাকবে পথে। সব সময় নজরদারি চালানো হবে। ট্রাফিক বিভাগ আরও সচল থাকবে। সিভিক ভলান্টিয়র থেকে উচ্চ-পদস্থ পুলিশ আধিকারিক, সকলেই থাকবেন দায়িত্বে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিন কেউ কোনও বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া রাস্তায় পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থাও করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement