ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

IMG-20250301-WA0324

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় গেলে বিক্ষোভ দেখানো হয়। পরে তিনি বেরনোর সময়ে হামলা করা হয় তাঁর গাড়িতে। বনেটে লিখে দেওয়া হয় ‘ব্রাত্য বসু চোর‘! মূলত, ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। আহত হয়েছেন উপাচার্যও। বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন এক ছাত্রও। ঘটনায় আহত হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তাঁর কোমরে এবং হাতে চোট লেগেছে বলে সূত্রের খবর। সেই কারণে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান শিক্ষামন্ত্রী।
চিকিৎসার পর শিক্ষামন্ত্রী বলেন, ”আমার অধ্যাপকদের মারা হয়েছে। আমার খবর নেওয়ার আগে ওঁদের খবর নিতে হবে। এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে দমানো যাবে না। ওরা আজকেই নির্বাচনের দিন জানাতে বলছে। ৪ জন মিলে আলোচনায় বসতে চাইছে না। ডেপুটেশনও জমা দিতে পারত। কিন্তু করেনি।” ব্রাত্যর কটাক্ষ, এরা নৈরাজ্য ছাড়া কিছু চাইছে না। তিনি বলেন, ”আমার দলনেত্রী শান্তি চান, আজ সবাই দেখেছে কারা চুপ করে বসেছিল, কারা নৈরাজ্য চালিয়েছে।”
বিক্ষোভকারী এক ছাত্র বলেন, “গাড়ি নিয়ে তৃণমূলের গুণ্ডারা আমাদের ছাত্রদের মেরে গেছে। ওর কিছু হলে হিসাব তুলব।” আর এক ছাত্রী বলেন, “তৃণমূলের একজন প্রথম বর্ষের এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement