শিলিগুড়ি: হেয়ারিং চলছে শিলিগুড়িতে। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড নীল নলিনী বিদ্যামন্দিরে চলছে হেয়ারিং, সকাল থেকেই উপস্থিত আছেন ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত। এবং তার কর্মীরা, শ্রাবণী দত্ত জানালেন সকাল থেকে বহু মানুষ আসছেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আমরা এখানে বসে যতটুকু পারা যায় সমাধান করবার চেষ্টা করছি। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই চলছে হেয়ারিং। হেয়ারিং এ লাইন দিয়ে নিজেদের কাজ করছেন ওয়ার্ডের সাধারণ মানুষ। অনেকেই জানালেন হেয়ারিং নামটা শুনে একটু আতঙ্ক হয়েছিলাম। কিন্তু এখন আতঙ্ক কেটে গেছে। আমাদের কোন সমস্যা হবে না। কারোরই সমস্যা হবে না। শ্রাবণী দত্ত জানালেন আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। সময় লাগবে, তবে কাজগুলো হয়ে যাবে। আপনারা সবাই নিশ্চিন্তে আসুন, এবং কাজ করে যান। কোন চিন্তা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং তিনি যতদিন আছেন বা থাকবেন কোন সমস্যা তৈরি হবে না। আর আমরা তার সৈনিক, সমস্যা মিটে যাবে। মানুষের সাথে আমরা আছি।









