হর্ষবর্ধন নেয়োটিয়া হলেন অনন্তা সেন্টারের নতুন সভাপতি

IMG-20260101-WA0178

কলকাতা: অনন্তা সেন্টার ঘোষণা করেছে যে হর্ষবর্ধন নেয়োটিয়াকে তাদের নতুন চেয়ারম্যান (সভাপতি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কলকাতা-ভিত্তিক বৃহৎ সংস্থা আম্বুজা নেয়োটিয়া গ্রুপের চেয়ারম্যান, যা মূলত পূর্ব ভারতের রিয়েল এস্টেট, হসপিটালিটি, হেলথকেয়ার এবং শিক্ষা ক্ষেত্রে কাজ করে।
লা মার্টিনিয়ার ফর বয়েজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার প্রাক্তন ছাত্র হর্ষবর্ধন নেয়োটিয়া হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ওনার-প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন।
সামাজিক আবাসন ক্ষেত্রে তাঁর কাজের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গ বিভূষণ’, ওয়াইপিও লেগেসি অব অনার অ্যাওয়ার্ড এবং একাধিক সম্মানসূচক ডক্টরেট-সহ বহু জাতীয় ও প্রাতিষ্ঠানিক সম্মান পেয়েছেন।
তিনি আইজিএনসিএ, এনআইটি, মিজোরাম, সিআইআই, ফিকি এবং এআইএমএ-সহ বহু জাতীয় প্রতিষ্ঠান ও শিল্প সংস্থায় নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। এর আগে তিনি আইআইএম কলকাতা, আইআইটি খড়গপুর এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সদস্যও ছিলেন।
তিনি বারাণসীর ‘জ্ঞান প্রবাহ’-এর প্রধান এবং পশ্চিমবঙ্গে ইসরায়েলের সম্মানসূচক কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

About Author

Advertisement