স্বর্ন প্রস্তুতকারী সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বাঙ্গেল উৎসব

IMG-20250409-WA0257

বুধবার নয়া কালেকশন উন্মোচন করেন সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন। তিনি জানান, স্টোর থেকে সোনা কিনলে সাথে রুপো গ্রাহককে দেওয়া হবে বিনামূল্যে এবং হিরে কিনলে সোনা পাওয়া যাবে বিনামূল্যে।
একইসঙ্গে শুভঙ্কর সেন এদিন বলেন, “এবার বাঙ্গেল উৎসবে আমরা সোনা, হীরা এবং প্ল্যাটিনামের ১০০টিরও বেশি নতুন ডিজাইনের চুড়ি, ব্রেসলেট, চার্ম, চুর, বালা, পোলা এবং শাখা নতুন ডিজাইনের নিয়ে এসেছি।”

About Author

Advertisement