নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সেনা দিবসের দিনে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে দেশের সৈনিকরা নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় সংকল্প নিয়ে দেশের রক্ষা করতে অবিচল থাকে। প্রধানমন্ত্রী বলেন, দেশ সৈনিকদের সাহস এবং দৃঢ় ইচ্ছাশক্তিকে সম্মান জানায়।
তিনি ‘এক্স’-এ বলেছেন, “দুর্গম অঞ্চল থেকে বরফে ঢাকা শৃঙ্গ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর সাহস ও পরাক্রম প্রতিটি দেশের নাগরিকের জন্য গর্বের বিষয়। সীমান্ত রক্ষায় দাঁড়িয়ে থাকা সৈনিকদের হৃদয় থেকে অভিনন্দন!” মোদী লিখেছেন, “আমাদের সৈনিকরা নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় সংকল্প নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করেন। তাদের কর্তব্যপরায়ণতা পুরো দেশে বিশ্বাস এবং কৃতজ্ঞতা বাড়ায়।”
তিনি আরও বলেন, দেশ সেইসব মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যারা কর্তব্যপালনের সময় জীবন দিয়েছেন। সেনা দিবস প্রতি বছর ১৫ জানুয়ারি পালিত হয় ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পার ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ হওয়ার স্মরণে, যিনি ১৯৪৯ সালে ব্রিটিশ জেনারেল স্যার এফ.আর.আর. বুচারের স্থলাভিষিক্ত হন।










