সেনা কমান্ড্যান্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগে তীব্র রাজনৈতিক আলোড়ন

ANI-20260106118-0_1767862003095_1767862035505_1768309012281

কলকাতা: রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক অত্যন্ত গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ করেন। নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম (বিজয় দুর্গ)-এ কর্মরত এক সেনা কর্মকর্তা নিজের দপ্তরে বসে বিজেপির হয়ে কাজ করছেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ভূমিকা পালন করছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে তথ্য রয়েছে যে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর ও দলীয় অফিসের মতো করে বিজেপির জন্য কাজ করছেন।” এই মন্তব্যের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান যে তিনি সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং সেনাবাহিনীর মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, “আমি হাতজোড় করে অনুরোধ করছি—সেনার পোশাক পরে কেউ যেন রাজনৈতিক পক্ষপাতিত্ব না করেন।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে কেন্দ্রের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে নির্দিষ্ট ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, নোটিস পাওয়া ও নাম কাটার আশঙ্কায় রাজ্যে এখনও পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে ৪টি আত্মহত্যা এবং ১৭টি ব্রেন স্ট্রোকের ঘটনা রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের মধ্যে ফোর্ট উইলিয়াম সংক্রান্ত বিষয়টিকে বিশেষভাবে গুরুতর বলে মনে করা হচ্ছে।
এখন সকলের নজর ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড বা প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসতে পারে এমন সম্ভাব্য সরকারি প্রতিক্রিয়ার দিকে।

About Author

Advertisement