দার্জিলিং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট সুশাসন দিবস ও বড়দিনের পবিত্র উপলক্ষ্যে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সবাসীর প্রতি সামাজিক মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
সামাজিক বার্তায় তিনি উল্লেখ করেন যে এই অঞ্চল ও এখানকার মানুষের কল্যাণে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ প্রশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই শুভ দিনটিতে দার্জিলিং, কুর্সিয়ং ও মিরিক পাহাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে ৫০০-এরও বেশি মানুষ বিজেপিতে যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা পুনর্নবীকরণ করেছেন।
তিনি দলের মৌলিক দর্শন ‘অন্ত্যোদয়’—অর্থাৎ সমাজের সর্বাধিক প্রান্তিক ও বঞ্চিত শ্রেণির উন্নতি এবং শেষ ব্যক্তির কাছে সেবাপ্রদান—পুনরায় স্পষ্টভাবে তুলে ধরেন।
সাংসদ আরও বলেন, ভারতীয় জনতা পার্টি কেবল একটি রাজনৈতিক দল নয়; বরং শক্তিশালী ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ একটি বৃহৎ পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নদ্রষ্টা “বিকশিত ভারত”-দৃষ্টিভঙ্গির প্রতি জনগণের অটল বিশ্বাসের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের অধিকার ও ন্যায়সঙ্গত দাবি মোদির নেতৃত্বে অবশ্যই নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিজেপি দার্জিলিং জেলা সভাপতি সঞ্জীব লামা-সহ দলের অন্যান্য জ্যেষ্ঠ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










