সারা বছর ধরে পা ফাটা? এর কারণ হতে পারে কিছু শারীরিক সমস্যা!

IMG-20251116-WA0016

দেবেন ছেত্রী

শীতকাল এলে পা ফাটার (ক্র্যাক হিল) সমস্যা শুরু হয়। তবে গ্রীষ্মেও অনেকেই এই সমস্যায় ভোগেন। এই পা ফাটার পিছনে কিছু শারীরিক সমস্যা থাকতে পারে। জেনে নিন সেগুলো কী।
সোরিয়াসিস:
এই রোগের ক্ষেত্রে পা ফাটতে পারে। এই রোগে পায়ের তলায় আঁশযুক্ত ত্বক দেখা দেয়। এটি গোড়ালিতেও ছড়িয়ে পড়তে পারে। এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী।
পিটিরিয়াসিস রুব্রা পিলারিস:
এটি একটি জিনগত রোগ। যাদের এই রোগ হয়, তাদের হাত ও পা শীতকালে খুব শুষ্ক হয়ে যায়। এবং পা সোরিয়াসিসের মতো ফেটে যায়।
এগ জিমা:
এই রোগের প্রভাবে পা ফাটতে পারে। এই রোগের সবচেয়ে সাধারণ লক্ষণকে চিকিৎসা পরিভাষায় এটোপিক ডার্মাটাইটিস বলা হয়। এই রোগ শরীরের যেকোনো স্থানে হতে পারে।

About Author

Advertisement