জলপাইগুড়ি: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ত জলপাইগুড়ি জেলার নাগরকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাগরকাটাস্থিত আদিবাসী চর্চা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জলপাইগুড়ি জেলা কমিটির আয়োজিত “পরিবর্তন জনসভা”-য় অংশগ্রহণ করেন।
সামাজিক মাধ্যমে সাংসদ জানান, আজ পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ জবাবদিহিমূলক শাসনের তীব্র প্রয়োজন অনুভব করছেন, যা শুধু ডুয়ার্স, তরাই ও পাহাড়ি অঞ্চলেই নয়, বরং সমগ্র রাজ্য থেকেই অনুপস্থিত।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আমাদের মতো এলাকার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কেন্দ্র সরকার নতুন শ্রম সংহিতা কার্যকর করেছে, যার ফলে চা বাগানের শ্রমিকরা অধিক মজুরি, সম্মানজনক জীবনযাপন ও নিরাপদ কর্মপরিবেশ লাভ করবেন।
সাংসদ আরও জানান, সড়ক, মহাসড়ক, রেলপথ ও বিমানবন্দর উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। তিনি বলেন, কেন্দ্র সরকার “জি-রাম-জি” আইনও কার্যকর করেছে, যার মাধ্যমে গ্রামীণ এলাকায় মানুষের জন্য ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলকে উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে উন্নয়নের এই গতি আরও ত্বরান্বিত হবে।
শেষে সাংসদ বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রতি বিজেপির অঙ্গীকার নাগরকাটা, জলপাইগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গের জন্য এক আশাব্যঞ্জক রূপরেখা উপস্থাপন করে। তাঁর মতে, এই কারণেই উত্তরবঙ্গের মানুষ আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিজেপিকে বিজয়ী করবেন।










