সাংসদ রাজু বিস্ট দলপচন্দ দীপঙ্কর বুদ্ধ পার্কে

FB_IMG_1766232407995

দলপচন্দ: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট এখানে দলপচন্দে অবস্থিত দীপঙ্কর বুদ্ধ পার্কের পূজা–অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। এই পবিত্র ও পূণ্য কর্মে আদরণীয় গুরুজনদের সান্নিধ্যে অংশ নিয়ে সাংসদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং অন্তর্দৃষ্ট শান্তি লাভের সুযোগ হয়।
আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ, কারণ একদিকে লেপচা ও ভুটিয়া, দুকপা এবং ইয়িমি সম্প্রদায় লোসুং/নামসুং উৎসব উদযাপন করছে, অন্যদিকে আজ শেষ মহান লেপচা রাজা গেবু আসুকের ২৯৪তম জন্মবার্ষিকী। এমন পবিত্র ও বিশেষ দিনে দীপঙ্কর বুদ্ধ পার্কের উদ্বোধনী পূজা অনুষ্ঠানের সাক্ষী হওয়া শুধু সাংসদের জন্যই নয়, বরং এই এলাকার সকল মানুষের জন্যও এক বিরাট সৌভাগ্যের বিষয়। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর বার্তায় এ কথা উল্লেখ করেন।
শ্রী বিস্ট বলেন, “মহান লেপচা রাজা গেবো আসুকজির অবদান লেপচা সংস্কৃতি, জনগণ ও সম্প্রদায়কে আগ্রাসন থেকে সুরক্ষিত রাখতে অতুলনীয়। তাঁর উদারতা ও করুণার কাহিনি কালিম্পং পাহাড় ও লেপচা সম্প্রদায়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত, যা আলাদা করে দেখা যায় না। আমি নিজেও এই বুদ্ধ পার্ক নির্মাণের জন্য সামান্য আর্থিক সহায়তা দিতে পেরে গর্ব অনুভব করছি। এই পার্কের নির্মাণ অনুসারী, ভক্ত, দাতা, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সম্প্রদায়, ক্লাব ও সংগঠনের দৃঢ় বিশ্বাস ও আস্থার প্রত্যক্ষ প্রমাণ। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, যদি আমরা পবিত্র লক্ষ্য ও অটল বিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তবে আমাদের সমাজ জাতি, বর্ণ ও ধর্মের সীমার ঊর্ধ্বে উঠে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে পারবে।”

About Author

Advertisement