সাংসদ রাজু বিস্টের পক্ষ থেকে জিটিএর সভাসদ প্রয়াত ভূপেন্দ্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ

Screenshot_20260125_202956_Facebook

দার্জিলিং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট পুল–বিজনবাড়ি, গোক-এর সভাসদ ভূপেন্দ্র ছেত্রীর পরিবারবর্গ, বন্ধু ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় সাংসদ জানান, তাঁর অকালপ্রয়াণ অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। সাংসদের মতে, ভূপেন্দ্র ছিলেন যুবক ও উদ্যমী এবং তিনি খেলাধুলার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এই প্রসঙ্গে সাংসদ আরও বলেন, সমাজের প্রতি নিবেদিত সেবার পথে ভূপেন্দ্রকে যাঁরা ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি এই গভীর শোকের সময়ে সাংসদের চিন্তা ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবার ও সকল ক্ষতিগ্রস্তদের সঙ্গে রয়েছে বলে তিনি জানান। শেষপর্যন্ত সাংসদ প্রয়াত ভূপেন্দ্রের আত্মার চিরশান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান এবং ‘ওম শান্তি’ উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

About Author

Advertisement