সাংসদ রাজু বিষ্টের কৃতজ্ঞতা প্রকাশ

FB_IMG_1766324154279

জলঢাকা: দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিষ্ট আজ কালিম্পং জেলার জলঢাকা, গাইরিগাঁওস্থিত শ্রী বশিষ্ঠ ঋষি গুরুুকুল সংস্কৃত বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সপ্তাহব্যাপী ভক্তিজ্ঞান মহাযজ্ঞ ও রামশিলা দর্শন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ ও ধন্য অনুভব করার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
তিনি বলেন, শ্রী শ্রী বিষ্ণু মহাপুরাণে শুধু ভগবান বিষ্ণুর মহিমার বর্ণনাই নয়, বরং এর মাধ্যমে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার, মানসিক শান্তি এবং ভয় থেকে মুক্তির বার্তাও নিহিত রয়েছে। এমন এক ভক্তিময় পরিবেশে বিশিষ্ট অতিথি ও সকল ভক্তের সঙ্গে একত্রে বসে ভগবান বিষ্ণুর স্তোত্র শ্রবণ করা তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল।
বিষ্ট আরও উল্লেখ করেন যে, আজকের অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় ভরা সময়ে এ ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান আমাদের ঘর–পরিবার, সমাজ এবং জাতির জীবনে স্থিতিশীলতা, শান্তি ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্তে, সাংসদ বিষ্ট ভক্তিজ্ঞান মহাযজ্ঞ ও রামশিলা দর্শনের এই পবিত্র অনুষ্ঠানে প্রধান কথাবাচক পণ্ডিত উদয় দাহাল শাস্ত্রী এবং অন্যান্য প্রবচনকারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের কথাবাচন ও দিব্য বাণী সমগ্র শ্রোতামণ্ডলীকে কেবল মন্ত্রমুগ্ধই করেনি, বরং আধ্যাত্মিকভাবেও উপকৃত করেছে।
এই উপলক্ষে আমন্ত্রণ জানানোর জন্য তিনি প্রতিষ্ঠাতা আচার্য ভোলা নাথ ভট্টরাই এবং গুরুুকুল পরিচালনা কমিটির প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

About Author

Advertisement