দার্জিলিং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট ও তাঁর দল আজ দার্জিলিংয়ের পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের চা-বাগান ও সিনকোনা বাগানের শ্রমিক সংগঠনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন।
সাংসদের দল শ্রমিকদের ভোগান্তির বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন ন্যূনতম মজুরি, বকেয়া বোনাস, আবাসন পরিস্থিতি, ভূমির অধিকার, স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। আজকের এই আলোচনাসভায় কেন্দ্র সরকার সদ্য প্রবর্তিত চারটি নতুন শ্রম-সংহিতা (লেবার কোড) এবং সেগুলির পশ্চিমবঙ্গে বিলম্বিত বাস্তবায়নও অন্যতম প্রধান বিষয় ছিল।
সামাজিক মাধ্যমে বিস্ট জানান, জীবিকা উন্নত করা, ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা এবং এই অঞ্চলের লক্ষাধিক পরিবারকে নির্ভরতা জোগানো ঐতিহ্যবাহী এই শিল্পকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ খোঁজা হবে।
বৈঠকে আগামী দিনে গ্রহণযোগ্য কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সামাজিক মাধ্যমে দেওয়া নিশ্চিতকরণ অনুযায়ী, সাংসদ জানান যে প্রতিটি চা ও সিনকোনা বাগানের শ্রমিকের জন্য আরও শক্তিশালী ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে নিরন্তর কাজ চালিয়ে যাওয়া হবে।
এ উপলক্ষে আলিপুরদুয়ার-এর সাংসদ মনোজ টিগ্গা এবং দার্জিলিংয়ের পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার প্রধান চা-ইউনিয়ন নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







