সাংসদ বিষ্টের সঙ্গে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের প্রতিনিধিদের সাক্ষাৎ

FB_IMG_1769182165899

দার্জিলিং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্ট ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পশ্চিমবঙ্গে ইএফআর যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে সাংসদ উল্লেখ করেন যে ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস জাতির সেবায় অসাধারণ সম্মান ও গৌরবের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি বলেন, এই বাহিনীর গৌরবময় ইতিহাসের মধ্যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইন্দো–চীন যুদ্ধ, ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধ এবং ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালন করা প্রশংসনীয় ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। দেশভাগের পর থেকে উত্তর–পূর্ব ভারতে বিদ্রোহ দমন, মাওবাদী কার্যকলাপ মোকাবিলা, সাম্প্রদায়িক অশান্তি নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিটি জাতীয় জরুরি পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ইএফআর গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে।
সাংসদ সামাজিক মাধ্যমে আরও লেখেন যে এত সমৃদ্ধ ঐতিহ্যবাহী এই বাহিনীকে পশ্চিমবঙ্গ সরকার ধীরে ধীরে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, ২০১০ সালের পর থেকে কোনও নতুন নিয়োগ প্রক্রিয়া করা হয়নি, অথচ এখনও ২,০০০-এরও বেশি রাইফেলম্যান পদ শূন্য রয়েছে।


সাংসদ আরও বলেন, এই ঐতিহাসিক বাহিনীকে আধুনিকীকরণ ও শক্তিশালী করার পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকার তিনটি ব্যাটালিয়নকে একীভূত করে দুটি ব্যাটালিয়নে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ সৈনিকদের মনোবল ও কার্যক্ষমতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

About Author

Advertisement