সাঁসদ বিস্টের উদ্যোগে বিজেপি দার্জিলিং জেলা বুথ সমন্বয়ক বৈঠকের আয়োজন

FB_IMG_1767712867904

শিলিগুড়ি: আজ দার্জিলিং লোকসভা সংসদ সদস্য রাজু বিস্ট রাঘুকুল ভবন, পঞ্চকেলগুড়ি, খাপরাইল, দার্জিলিং-এ বিজেপি দার্জিলিং জেলা বুথ সমন্বয়ক বৈঠকের আয়োজন করেন।
এই কর্মসূচিতে দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াং—এই তিনটি গুরুত্বপূর্ণ পাহাড়ি বিধানসভা কেন্দ্রের নিবেদিত কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সাংসদ সামাজিক মাধ্যমে জানিয়ে বলেন— দলীয় তৃণমূল স্তরে উপস্থিতি ও পৌঁছকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন কর্মসূচির কৌশল নিয়েও মতবিনিময় হয় এবং বুথস্তরে দলের পরিধি বাড়াতে নানা প্রস্তাব বিনিময় করা হয়।
বিস্ট এই অঞ্চল ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করে চলা সমস্ত কর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই উপলক্ষে সাংসদের সঙ্গে ছিলেন সঞ্জীব লামা, সভাপতি, বিজেপি দার্জিলিং; প্রদীপ ভাণ্ডারী-জাতীয় মুখপাত্র, বিজেপি; এবং অন্যান্য জ্যেষ্ঠ জেলা নেতৃত্বেরা।

About Author

Advertisement