নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেছেন, বিচারকদের বদলি ও নিয়োগ বিচারব্যবস্থার অভ্যন্তরীণ বিষয় এবং এতে কেন্দ্র সরকারের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
শনিবার পুনের একটি আইন কলেজে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন—শুধু সরকারবিরোধী কোনো অস্বস্তিকর আদেশ দেওয়ার কারণে কি একজন বিচারককে এক হাই কোর্ট থেকে অন্য হাই কোর্টে পাঠানো উচিত? তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ সরাসরি বিচারব্যবস্থার স্বাধীনতাকে প্রভাবিত করে।
বিচারপতি ভুঁইয়া বলেন, “বিচারকদের নিয়োগ ও বদলি সম্পূর্ণভাবে বিচারব্যবস্থার অধিকারক্ষেত্রের মধ্যে পড়ে। কোনো বিচারকের বদলি হওয়া উচিত কি না, তা কেন্দ্র সরকার ঠিক করতে পারে না।”
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হস্তক্ষেপ শুধু বিচারব্যবস্থাকে দুর্বল করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থা এবং নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার অধিকারের ওপরও বিরূপ প্রভাব ফেলে।










