নয়াদিল্লি: রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব বৃহস্পতিবার এখানে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব শিগগিরই কলকাতা ও গুবাহাটির মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনকে সবুজ সংকেত দেখাবেন।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব বলেন, পশ্চিমবঙ্গের হাওড়া ও আসামের গুবাহাটির মধ্যে চলাচলকারী বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া বিমানভাড়ার তুলনায় অনেক কম হবে।
মন্ত্রী বলেন, “এই পরিষেবাগুলি আগামী ১৫–২০ দিনের মধ্যে, সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারির দিকে শুরু হয়ে যাবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি এবং সবকিছু পরিষ্কার। আমি আগামী দুই–তিন দিনের মধ্যে তারিখ ঘোষণা করব।” তাঁর মতে, গuwাহাটি–হাওড়া বিমানভাড়া প্রায় ৬,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে পড়ে।
সর্বোচ্চ ৩,৬০০ টাকা পর্যন্ত ভাড়া:
মন্ত্রী জানান, “বন্দে ভারতে থার্ড এসির ভাড়া খাবার-সহ প্রায় ২,৩০০ টাকা, সেকেন্ড এসির প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসির প্রায় ৩,৬০০ টাকা হবে। এই ভাড়াগুলি মধ্যবিত্তদের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে।” এ বছর আসাম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মালদা সাংসদ করেছিলেন নিশ্চিতকরণ:
উল্লেখযোগ্য যে একদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর তিন দিনের বাংলা সফর শেষ করে দিল্লি ফিরে গেছেন। গতকালই আলোচনা চলছিল যে ১৫ জানুয়ারির কাছাকাছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসতে পারেন।
চলতি বছরের এপ্রিল–মে মাসে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের অন্যান্য নেতাদের বাংলা সফর পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে। অমিত শাহ স্পষ্টভাবে বলেন, বিজেপি দুই-তৃতীয়াংশ আসন জিতে বাংলায় সরকার গঠন করতে যাচ্ছে।










