শিলিগুড়িতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত হলো উৎসাহ ও মর্যাদার সঙ্গে

Independence-Day

শিলিগুড়ি: সারা দেশের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও ৭৭তম প্রজাতন্ত্র দিবস উৎসাহ ও মর্যাদার সঙ্গে উদ্‌যাপিত হয়েছে। এই উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ কমিশনার সি. সুদাকর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। পতাকা উত্তোলনের পর তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং উপস্থিত আধিকারিক ও জওয়ানদের সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ), শিলিগুড়ি কলেজ এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে।
কুচকাওয়াজে পুলিশের পক্ষ থেকে ব্রিজ যান, ওয়াটার ট্যাঙ্ক, অ্যান্টি-রায়ট স্কোয়াড টিম এবং ভিআইপি বুলেটপ্রুফ গাড়ির মাধ্যমে তাদের প্রস্তুতি ও সক্ষমতার প্রদর্শন করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, শিশু পাচার ও মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে তৈরি ঝাঁকিগুলি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গঠন, সেফ ড্রাইভ–সেভ লাইফ এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ উপলক্ষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও অংশগ্রহণ করে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ কমিশনারেট ময়দানে একটি ডগ শো-ও আয়োজন করা হয়, যা দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

About Author

Advertisement