শিলিগুড়ি: বিজেপির বর্তমানে অন্যতম প্রচারের মুখ মিঠুন চক্রবর্তী গতকাল শিলিগুড়ি এসে পৌছলে তাকে সংবর্ধনা দিলেন বিজেপি নেতৃত্ব। বেশি কথা না বললেও মিঠুন জানান মানুষ এবার বুঝতে পেরে গেছে তাদের ঠিক কোন কাজটা করতে হবে। আর এবার সেটাই হবে। উত্তরবঙ্গের মানুষ অনেক আগেই সবকিছু বুঝে গেছেন ঠিকভাবে কাজ করে এগিয়ে যাওয়া তারা করতে শিখে গেছে। আগামী বিধানসভা নির্বাচন বেশি বলা যায় না মাত্র কয়েক মাস বাকি আপনারা দেখে নেবেন কি ফলাফল হতে চলেছে। মানুষের কাছে মানুষের সাথে থাকতে হবে, এই ভাবেই আমাদের চলতে হবে। মিঠুন আরো জানালেন বিজেপি যদি ক্ষমতায় আসে মানুষের আর কোন সমস্যাই থাকবে না। মানুষ এবার বিবেচনা করে নিতে পারবেন, তাদের কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না। ভোটের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে হবে। এদিন মিঠুনকে দেখতে উপস্থিত ছিলেন, তার নিজের ভক্তরাও। মিঠুন হাসিমুখে তাদের অটোগ্রাফ দেন।









