শাই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের ঘোষণা

IMG-20260127-WA0060

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ান দল এবার শক্তিশালী পাওয়ার ক্রিকেট ও অভিজ্ঞ অলরাউন্ডারদের ভরসায় আবারও শিরোপার দাবিদার হিসেবে নামতে প্রস্তুত—দল ঘোষণাতেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। দলের সবচেয়ে বড় শক্তি হলো বিধ্বংসী ব্যাটিং, গভীর অলরাউন্ডার বিভাগ এবং ধারালো পেস আক্রমণ।
দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ফরম্যাটে দলের মেরুদণ্ড হয়ে থাকা শাই হোপকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে না থাকা হোপের প্রত্যাবর্তন শুধু ব্যাটিংকেই শক্তিশালী করবে না, ড্রেসিংরুমেও অভিজ্ঞতা ও স্থিতিশীলতা এনে দেবে। তার সঙ্গে শীর্ষক্রমে রয়েছেন ব্রেন্ডন কিং, জনসন চার্লস ও শিমরন হেটমায়ারের মতো আক্রমণাত্মক ব্যাটাররা, যাদের পাওয়ারপ্লেতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে।
এই দলের আসল শক্তি অলরাউন্ডার বিভাগে। জেসন হোল্ডার, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড ও শেরফেন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা দলকে প্রয়োজনীয় নমনীয়তা এনে দেন—যা টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পেস আক্রমণে শামার জোসেফ ও জেডেন সিলসের মতো তরুণ পেসারদের উপস্থিতি শুরু ও ডেথ ওভার—দুই ক্ষেত্রেই দলকে শক্তিশালী করে তুলবে। স্পিন বিভাগে রয়েছেন নির্ভরযোগ্য আক্রমণকারী আকিল হোসেন ও গুডাকেশ মোতি।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছিল। তবুও ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট কোর দলের ওপর আস্থা রেখেছে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দল চূড়ান্ত প্রস্তুতির সুযোগ পাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ সি-তে রয়েছে ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ডের সঙ্গে। দলটি ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে, যা ওয়েস্ট ইন্ডিজের প্রকৃত পরীক্ষা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল:
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জেসন হোল্ডার, অকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

About Author

Advertisement