লিটিল অ্যাঞ্জেলস স্কুলে আয়োজিত ২৩তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে সাংসদের অংশগ্রহণ

FB_IMG_1766413900022

শিলিগুড়ি: আজ শিলিগুড়ির মিলন মোড়ে অবস্থিত লিটিল অ্যাঞ্জেলস স্কুলে আয়োজিত ২৩তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিষ্ট এটিকে তাঁর জন্য একটি বড় সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত লিটিল অ্যাঞ্জেলস স্কুল ছোট্ট সূচনা থেকে এগিয়ে এসে আজ নিজেকে একটি উৎকর্ষতার কেন্দ্র (সেন্টার অব এক্সেলেন্স) হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা দেখে সাংসদ গর্ব প্রকাশ করেন।


আজকের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল “ঐতিহ্য – সংস্কৃতির অনুসন্ধান এবং পরম্পরাকে আলিঙ্গন”, যা কেবল বিদ্যালয়ের যাত্রাপথই নয়, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও সুন্দরভাবে প্রতিফলিত করে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংগ্রহশালা (মিউজিয়াম) স্থাপন করায় সাংসদ আন্তরিক অভিনন্দন জানান, যা সম্ভবত উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিদ্যালয়।
সাংসদ বিষ্ট বলেন, আমাদের অঞ্চলের যুবসমাজ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ–এর ভারতের বিশ্বকাপ জয়ে অবদান, মহিলা ফুটবলে কোচ ক্রিস্পিন ছেত্রীর নেতৃত্ব এবং আমাদের অঞ্চল থেকে ইউপিএসসি পরীক্ষায় সফল প্রার্থীরা তারই উজ্জ্বল উদাহরণ। তবে তিনি উল্লেখ করেন, যে একটি ক্ষেত্রে এখনও আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে, তা হলো উদ্যোক্তা উন্নয়ন (এন্টারপ্রেনিউরশিপ)।
উদ্যোক্তা মানসিকতাকে উৎসাহিত করতে স্কুল ও কলেজ স্তর থেকেই উদ্যোক্তা শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দেন। যুবসমাজকে মেন্টরশিপ, প্রশিক্ষণ এবং আর্থিক সাক্ষরতা প্রদান করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তা কার্যক্রম ব্যক্তি স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে।


সাংসদ বিষ্ট আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে আমাদের অঞ্চল থেকে বিশ্বমানের উদ্যোক্তা উঠে আসবে এবং আজকের ছাত্রছাত্রীদের মধ্য থেকেই কেউ না কেউ আগামী দিনে ব্যবসায়িক জগতে একজন মহান নেতৃত্বে পরিণত হবে। শেষে তিনি সকলের কাছে যুবসমাজকে বড় স্বপ্ন দেখতে এবং প্রচলিত পেশাগত পথের বাইরে চিন্তা করতে অনুপ্রাণিত করার আহ্বান জানান।

About Author

Advertisement