রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধার

IMG-20250924-WA0089

মালদা: কালিয়াচকের ভোলাইচক থেকে রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। পুজোর মুখে বড় সাফল্য মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পাহাড়ের পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের। স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। উদ্ধার হয়েছে ৩৯ কেজি ব্রাউন সুগার। এই ঘটনা গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে: ১)বরকত শেখ ২) রোফ শেখ ৩) হাসিবুর শেখ। প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এখনো পর্যন্ত জেলায় সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Author

Advertisement