রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেন-ইউরোপের সঙ্গে অর্থবহ আলোচনা: যুক্তরাষ্ট্র

flags-ukraine-european-union-russia-ukraine-usa-40407791

মিয়ামি: মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ‘হোয়াইট হাউস’-এর এক দূত রোববার জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ফ্লোরিডায় ইউক্রেনীয় ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে “উপযোগী ও অর্থবহ” আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, এই আলোচনার উদ্দেশ্য ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গিতে ঐকমত্য গড়ে তোলা। তিনি বলেন, “আমাদের যৌথ অগ্রাধিকার হলো হত্যাকাণ্ড বন্ধ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনের পুনর্গঠন, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। শান্তি শুধু যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থিতিশীল ভবিষ্যতের মর্যাদাপূর্ণ ভিত্তি হওয়া উচিত।”
পুতিন তাঁর দাবিতে অনড়:
এই আলোচনা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের গত কয়েক মাস ধরে চলা প্রচেষ্টার অংশ। তবে মস্কো ও কিয়েভের পরস্পরবিরোধী দাবির কারণে এই কূটনৈতিক উদ্যোগ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেন ইস্যুতে তাঁর সর্বোচ্চ দাবিতে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন এবং ব্যাপক ক্ষতির পরও রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। এদিকে রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘ক্রেমলিন’-এর এক দূত কিরিল দিমিত্রিয়েভ শনিবার বলেন, ফ্লোরিডায় আলোচনা “গঠনমূলকভাবে এগিয়ে চলেছে।”
জেলেনস্কিরও বক্তব্য:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার টেলিগ্রামে লেখেন যে কূটনৈতিক প্রচেষ্টা “দ্রুতগতিতে এগিয়ে চলেছে” এবং ফ্লোরিডায় তাঁর দল মার্কিন পক্ষের সঙ্গে কাজ করছে। তবে ক্রেমলিন রোববার ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা নাকচ করেছে।

About Author

Advertisement