সিলিগুড়ি: আজ রাজ্যসভার সংসদ সদস্য হর্ষবর্ধন শ্রঙ্গলায় সিলিগুড়ি অবস্থিত ইসকন (পূর্বাঞ্চল) প্রতিনিধি শ্রী নাম কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এ তথ্য তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
সংসদ সদস্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, শ্রী দাস তাঁর কৃপায় ১২৫তম জন্মবার্ষিকীর উপলক্ষে তাঁর দিভ্য কৃপাপূর্ণ আ.স. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী সিলিগুড়ি ইসকন মন্দিরে উপস্থাপন করেছেন।







