যদি নামাকরণের সময় ভুল হয়ে থাকে, তাহলে পোর্টাল খোলার সময় তা ঠিক করা যাবে

f8417sto_gif_650x400_30_October_25

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি, তবু অনেক শিক্ষার্থী তাদের পরীক্ষা নামাকরণ করাতে পারেনি। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী শনিবার ঘোষণা করেছেন যে স্কুল শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড পোর্টাল পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ থেকে ২৮ জানুয়ারি সম্পূর্ণ ২৪ ঘণ্টা ধরে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। এ সময়ে সেই সমস্ত স্কুলও তাদের শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে পারবে, যারা ভুল তথ্য প্রদান করেছে।
ইতিমধ্যেই মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০২৬ সালের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড বিতরণের কাজ ২০ জানুয়ারি সম্পন্ন হয়েছে। বোর্ড পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ভুলগুলো ঠিক করা এবং নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার জন্য পোর্টাল পুনরায় খুলতে যাচ্ছে। বোর্ড সচিব সুব্রত ঘোষ বলেছেন, যদিও স্কুলগুলিকে নির্দিষ্ট সময়ে সঠিক তথ্য পাঠানোর জন্য বলা হয়েছিল, তবু কিছু ভুল রয়ে গেছে।
সুতরাং, সেই সমস্যাগুলো ঠিক করার জন্য পোর্টাল আবার খোলা হচ্ছে। বারবার নির্দেশ দেওয়া এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পোর্টাল খোলা থাকা সত্ত্বেও সমস্যাটি রয়ে গেছে। অনেক স্কুল বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি।

About Author

Advertisement