মুকুল রায়কে বিধায়ক পদে অযোগ্য ঘোষণার রায়ে স্থগিতাদেশ

03hdfb1c_mukulroy_640x480_18_April_23

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে, যাতে বর্ষীয়ান নেতা মুকুল রায়কে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক পদে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ হাইকোর্টের ১৩ নভেম্বর ২০২৫–এর আদেশে স্থগিতাদেশ দেয়। দলবদল বিরোধী আইনের আওতায় হাইকোর্ট প্রথমবার কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে অযোগ্য ঘোষণা করার জন্য তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছিল।
মুকুল রায় মে ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন, কিন্তু একই বছরের জুন মাসে বিধায়ক থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
উল্লেখযোগ্য যে, এক সময় মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং দলে তাঁর ‘নম্বর দুই’ অবস্থান ছিল। তিনি কেন্দ্রে রেল প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিও তাঁর উপর বড় দায়িত্ব অর্পণ করে বড় বাজি ধরেছিল, যদিও ২০২১ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, যদিও এমন পরিবেশ তৈরি হয়েছিল যে তারা সরকার গড়বে। বর্তমানে মুকুল রায় সক্রিয় রাজনীতিতে নেই; তিনি অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন।

About Author

Advertisement