শিলিগুড়ি: মধুর মিলন সংঘের তত্ত্বাবধানে আয়োজিত মর্যাদাপূর্ণ মিলনমোড় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ১২তম সংস্করণে ইস্ট বেঙ্গল রাজগঞ্জ কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। মিলনমোড় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ইস্ট বেঙ্গল রাজগঞ্জ ইউনাইটেড খরসাং ফুটবল ক্লাব (ইউকেএফসি)-কে পেনাল্টি শুটআউটে ৬–৫ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলায় ম্যাচ ১–১ সমতায় শেষ হয়।
নিয়মিত সময়ে ইস্ট বেঙ্গল রাজঞ্জের হয়ে দেবজিৎ রায় ষষ্ঠ মিনিটে গোল করেন, আর ইউকেএফসি-র হয়ে অশোক ভুঝেল ৩২তম মিনিটে (পেনাল্টিতে) গোল করেন। বিজয়ী দলের গোলকিপার বাপী জামাদারকে “প্লেয়ার অফ দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়।
শুক্রবারের ম্যাচে তরঞ্জুবাড়ি এফসি ও এসএসবি রানিডাঙা মুখোমুখি হবে। টুর্নামেন্টে মোট ১৬টি শীর্ষ দল অংশ নিয়েছে। দুটি সেমিফাইনাল ৭ ও ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ১১ জানুয়ারি খেলা হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি ২ লাখ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে, আর রানার-আপ দল আকর্ষণীয় ট্রফির সঙ্গে ১ লাখ টাকার নগদ পুরস্কার পাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কারও থাকবে।










