মানুষের পাশে থাকবার বার্তা দেন অভিজিৎ

1671578996_new-project-4

কোচবিহার: এস আই আর এরপর শুনানি শুরু হয়েছে। এরপর উদ্দেশ্যপ্রণোদিত লক্ষ্যে অনৈতিকভাবে কোন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর এমনই বার্তা দিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেই সঙ্গে তিনি মানুষের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন।মানুষের আরো বেশি করে পাশে থাকবার জন্য বার্তা দেন। যারা হিয়ারিং য়ে ডাক পেয়েছেন তাদের পাশে দাঁড়াতে বলেন। উল্লেখ কোচবিহারে প্রায় ৬৭ হাজার ভোটারদের আন ম্যাপড হিসেবে দেখানো হয়েছে।অভিযোগ, ইয়ারিং এর নোটিশ প্রাপক রা ভোগান্তির মুখে পড়ছেন। ঠান্ডার মরসুমেও বৃদ্ধ থেকে মহিলা সকলেই সমস্যায় পড়ছেন।নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ করেছেন দলের নেতারা। দলের উদ্যোগে বিভিন্ন জায়গায় করা হয়েছে সহায়তা কেন্দ্র।হিয়ারিং য়ে ডাক প্রাপকদের সহায়তা করতেই সেখানেই কাজ করছেন তৃণমূলের নেতা কর্মীরা।ওই প্রসঙ্গে অভিজিত বাবু আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

About Author

Advertisement