ভারতে ওপ্পোএর নতুন মডেল এফ২৯

IMG-20250326-WA0211

কলকাতা: মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো ইন্ডিয়া ভারতের বাজারে ওপ্পো এফ২৯ সিরিজ নিয়ে এল। এই সিরিজে রয়েছে বিশ্বমানের ও উন্নত কানেক্টিভিটি এবং শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স যুক্ত। আইপি৬৮ রেটিং ১.৫ মিটার জলে ৩० মিনিট পর্যন্ত ডুবে থাকার উপযোগী করে তুলেছে। কেরালায় মুষলধারে বর্ষা, রাজস্থানের দাবদাহ কিংবা কাশ্মীরের হাড় কাঁপানো শীত – সবকিছুর মুখোমুখি সম্ভব।
ওপ্পো ইন্ডিয়া হেড অব প্রোডাক্ট কমিউনিকেশনস স্যাভিও ডিসুজা বলেন, ওপ্পো এফ২৯ সিরিজ বিশেষভাবে ভারতের জন্য তৈরি করা হয়েছে— সত্যিকারের এই ‘দ্য ডিউরেবল চ্যাম্পিয়ন’ শক্তি, কানেক্টিভিটি এবং পারফরম্যান্সের অনন্য সমন্বয় ঘটায়। শিল্পের সেরা আইপি রেটিং এবং মিলিটারি-গ্রেড মজবুতি থেকে শুরু করে আমাদের বৈপ্লবিক হান্টার অ্যান্টেনা এবং শক্তিশালী ব্যাটারি পর্যন্ত— প্রতিটি উপাদানই ডিজাইন করা হয়েছে।ভারতের পথে-ঘাটে কাজে বেরোনো মানুষের চাহিদা মেটাতে। এই সমস্ত শক্তি একটি পাতলা ও স্টাইলিশ ডিভাইসে যুক্ত করে আমরা এই সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছি।”

About Author

Advertisement