ভাজপা আরও বড় উচ্চতা অর্জন করবে: হর্ষবর্ধন শৃঙ্গলা

FB_IMG_1768997830086

দার্জিলিং: পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্গলা বলেছেন, নিতিন নাবিনকে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত করা দলটির নতুন যুগের দিকে অগ্রসর হতে তরুণ নেতৃত্বের ওপর আস্থার স্পষ্ট প্রমাণ।
প্রাপ্ত সংবাদ অনুযায়ী, সামাজিক মাধ্যমের মাধ্যমে সাংসদ হর্ষবর্ধন শৃঙ্গলা পূর্ণ আস্থা প্রকাশ করে জানান যে নিতিন নাবিনের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও বড় উচ্চতা অর্জন করবে।

About Author

Advertisement