কোচবিহার: ইংরেজি নতুন বছরে বৃদ্ধাশ্রমে থাকা মহিলাদের জন্য টিভি ব্যবস্থা করে দিলেন শংকর রায় এবং অপর্না হালদার। দুজনে উদ্যোগী হয়ে বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য স্কাউট ফাইন্ডিং এর মাধ্যমে টিভি ব্যবস্থা করে দিলেন কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শংকর রায়। জানা গিয়েছে, কিছুদিন আগে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে থাকা মহিলাদের কনকনে শীতের হাত থেকে রক্ষা করতে কম্বল দিতে গিয়ে শংকর সহ অন্যান্যরা দেখেন মহিলা ও প্রবীণ নাগরিকরা যারা রয়েছেন তারা নিজের মতন চুপচাপ করে শুয়ে বসে রয়েছে। বাইক অক্সিজেন ম্যান শংকর রায় তাদের কাছ থেকে জানতে পেরেই ইংরেজি নববর্ষের প্রথম দিন ওই কেন্দ্রে গিয়েএকটি স্মার্ট ৩২ ইঞ্চি টিভি ব্যবস্থা করেন। শংকর রায় জানিয়েছেন, আমার সামাজিক মাধ্যমে একটি পোষ্টের পর ২৪ পরগনা ঠাকুরনগর এলাকার বাসিন্দা অপর্ণা হালদার সেটি দেখে আমার সাথে যোগাযোগ করে বৃদ্ধাশ্রমে টিভির জন্য টাকা পাঠিয়ে দেন।সেই টাকা দিয়ে আস্থা ফাউন্ডেশন এর বিভিন্ন সদস্যরা মিলে বছরে প্রথম দিন রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে টিভি ব্যবস্থা করেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আবাসনে টিভির ব্যবস্থা হয় স্বাভাবিকভাবেই খুশি७ সেখানে থাকা বয়স্করা। বিশাখা হালদার তার একমাত্র মেয়ে অপর্না হালদার তিনি এই টিভিটি তার মায়ের নামে কোচবিহার মরিচবাড়ি রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে দান করলেন। অপর্ণা হালদার জানান, পরবর্তী সময় বয়স্ক মায়েদের জন্য আরও কিছু করার ইচ্ছে রয়েছে।








