ইউনুস জাতির উদ্দেশে টেলিভিশনে প্রচারিত ভাষণে জনগণকে সংযম অবলম্বন করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান
নয়াদিল্লি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুধবার দাফন করা হবে এবং তাঁকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হবে, অন্তর্বর্তী সরকার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বিএনপির দীর্ঘদিনের প্রধান ও তিন দফা প্রধানমন্ত্রী থাকা খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ঢাকায় সকালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জোহরের নামাজের পর জানাজা:
সংবাদপোর্টাল ‘বিডিনিউজ২৪ ডটকম’-এর খবরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার জোহরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। নজরুল সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে যে তাঁকে পরে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর কবরের পাশে ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে দাফন করা হবে।
মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশে ভাষণ:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বৈঠকে অংশ নেন। এর আগে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটির ঘোষণা দেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইউনুস জনগণকে সংযম বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান।
তিন দিনের রাষ্ট্রীয় শোক:
তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল যখন তাঁকে দাফন করা হবে, সেই দিন এক দিনের ছুটি ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “আমি জানি, এই মুহূর্তে আপনারা সবাই অত্যন্ত শোকাহত। আমি আশা করি, শোকের এই সময়ে আপনারা ধৈর্য ধরবেন এবং তাঁর নামাজে জানাজা-সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন।”










