শিলিগুড়ি: অনশন শিলিগুড়ির বিধায়কের। জানালেন রাজ্য সরকার একের পর এক অন্যায় করে চলছে। অনশনে বসলেন শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ। রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই অনশনে বসলেন। তিনি জানালেন রাজ্য সরকার বিধানসভা নির্বাচনের আগে মরিয়া হয়ে উঠেছে। কিছু না কিছু করে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে। কিন্তু মানুষ এবার বুঝতে পেরে গেছে এইভাবে কিছু করা যায় না। বা হতে পারে না, তাই মানুষ এবার বিজেপিকে ভোট দেবে। বিধায়ক শঙ্কর ঘোষ আরো জানান মানুষ এবারে বিরক্ত হয়ে যাবে। এদিন বিধায়কের সাথে অনশনে বসেন শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে আসা বিজেপির সদস্য এবং সমর্থকেরা। বিধায়ক এদিন জানান এত কিছুই নয় এই অবস্থা চলতেই থাকবে। আপনারা দেখবেন শুধু সময়ের অপেক্ষা।











