বর্ধমান ফ্লাইওভারের কাজে দেরি নিয়ে সাংসদ বিষ্টের অসন্তোষ প্রকাশ

Screenshot_20251223_123456_Facebook

দার্জিলিং: কেন্দ্রীয় সরকার অর্থবছর ২০১৭–১৮ সালেই বর্ধমান রোড ফ্লাইওভারের জন্য ৬১.৫৪ কোটি টাকা বরাদ্দ করেছিল। তা সত্ত্বেও এখনও পর্যন্ত এই কাজ সম্পূর্ণ হয়নি। দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্ট সামাজিক মাধ্যমে এই বিষয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন।
সাংসদ বিষ্ট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অর্থবছর ২০১৯–২০ থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (সী আর আই এফ) এর আওতায় পশ্চিমবঙ্গকে ১,৭৩৬ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং ও কালিম্পং জেলাগুলির জন্য ৮০.৩৪ কোটি টাকা বরাদ্দ করলেও, বিশেষ করে আমাদের অঞ্চলের প্রকল্পগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে এই বরাদ্দের বাস্তব প্রতিফলন এখনও মাটিতে দেখা যায়নি।

About Author

Advertisement