ফাইনালে পঞ্জাব-বেঙ্গালুরু

IMG-20250602-WA0362

আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পঞ্জাব কিংস। রবিবার বৃষ্টির কারণে আইপিএলের কোয়ালিফায়ার ২ শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর। সেই ম্যাচ জিতে ফাইনালে উঠল পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সকে গত বার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। এবার পঞ্জাবকে ফাইনালে তুললেন তিনি। ৫ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে। আইপিএলের কোয়ায়লিফায়ার ২ হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। প্রতিযোগিতা এক সপ্তাহের জন্য পিছিয়ে যেতেই বদলে যায় সূচি। নতুন সূচি প্রকাশ হতেই দেখা যায় কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে। কিন্তু বৃষ্টি পিছু ছাড়েনি। রবিবার কলকাতায় বৃষ্টি না হলেও অহমদাবাদে হয়। তাই জন্যই খেলা শুরু হয় দেরিতে। রবিবার ম্যাচ না হলে পঞ্জাব ফাইনালে উঠে যেত। সেই কারণে মুম্বইয়ের ক্রিকেটারেরা চাইছিলেন ম্যাচ দ্রুত শুরু হোক। রবিবার রাত ৯.৪৫ মিনিটে যখন খেলা শুরু হয়, তখন মুম্বইয়ের ক্রিকেটারদের দেখা যায় স্বমেজাজে।

About Author

Advertisement