প্রজাতন্ত্র দিবসে বিধায়ক ঘোষের জাতীয়তাবাদী শুভেচ্ছা

FB_IMG_1769423808836

সিলিগুড়ি: আজ সিলিগুড়ির বিধায়ক ডা. শঙ্কর ঘোষ সামাজিক মাধ্যমে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভ উপলক্ষে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী ভারতীয় ভাই-বোনদের প্রতি আন্তরিক জাতীয়তাবাদী শুভেচ্ছা জানান। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, যে সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সেই সংবিধানই আমাদের কর্তব্যও শেখায়।
শেষে বিধায়ক এই পবিত্র দিনে সংবিধানের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে মাতৃভূমি ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষায় সকলকে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকার দৃঢ় সংকল্প গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আজকের দিনে সকল শহিদের আত্মবলিদান স্মরণ করে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করার আবেদন জানান।

About Author

Advertisement