পানীয় জুসের আড়ালে বিদেশি সিগারেট গ্রেপ্তার দুজন

IMG-20251010-WA0084

ফুলবাড়ি: পানীয় জুসের আড়ালে বিক্রি করার চেষ্টা হচ্ছিল বিদেশি সিগারেট। ফুলবাড়িতে পানিও জুসের আড়ালে বিক্রি করার চেষ্টা হচ্ছিল বিদেশি সিগারেট। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ওই ১০ চাকা পানীয় বোঝাই ট্রাক টিকে আটক করে। আটক ওই ট্রাকটিতে ছিলেন একজন ড্রাইভার এবং একজন খালাসী। ফাঁসি দেওয়া থানার পুলিশ ওই দুজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তারা জানিয়েছে এর আগেও তারা এইভাবে মাল বোঝাই পানিওর আড়ালে বিদেশি সিগারেট পাচার করতে গিয়েছিল। তারপর তারা ধরা পড়ে গিয়েছিল।

About Author

Advertisement