শিলিগুড়ি: নেপাল ও ভারতের সাংবাদিকরা পারস্পরিক সম্পর্ক মজবুত করা এবং পর্যটনকে উৎসাহিত করার উদ্দেশ্যে ফুটবল খেলবেন। প্রথম ‘ভারত–নেপাল মেচীনগর মিডিয়া কাপ’ ফুটবল প্রতিযোগিতা আগামী ১১ ও ১২ জানুয়ারি ঝাপার কাকরভিট্টা সীমান্ত এলাকায় নেপাল এবং ভারতের উত্তরবঙ্গ ও সিকিমের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হবে।
সোমবার এই সৌহার্দ্যপূর্ণ ফুটবল টুর্নামেন্টের খেলার সূচিও প্রকাশ করা হয়।
আয়োজক সংস্থা প্রেস ক্লাব মেচীনগরের সভাপতি প্রকাশ পাওডেল বলেন, “এই ফুটবল টুর্নামেন্ট দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা, মতামত ও সংবাদ বিনিময় এবং পর্যটনকে উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।”
তার মতে, কাকরভিট্টা সরকারি বিদ্যালয়ের মাঠে মিডিয়াসংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও খেলোয়াড়রা অংশ নেবেন। বিজয়ী দলকে ৫০ হাজার নেপালি রুপি নগদ পুরস্কার এবং রানার্স-আপ দলকে ২৫ হাজার রুপি দেওয়া হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অংশগ্রহণ সনদও দেওয়া হবে। পাশাপাশি সেরা গোলরক্ষক, সর্বাধিক গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
পূর্ব নেপালের ঝাপা জেলার পর্যটন কর্মকর্তা নিরোজ কাট্টেল জানান, প্রতিযোগিতা শেষে ভারতীয় সাংবাদিকদের জন্য ফ্যাম ট্যুরেরও আয়োজন করা হবে। তার মতে, এই ফুটবল প্রতিযোগিতা তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে পর্যটন ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করবে।
পূর্ব নেপালের কাকরভিট্টায় মিডিয়া ইন্টারঅ্যাকশন কর্মসূচির সময় এই ঐতিহাসিক খেলাটির লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই কর্মসূচিকে নাগরিক সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমর্থন মিলেছে।









