নাগপুরে ছক্কা–চার ছক্কার বৃষ্টির সঙ্গে রেকর্ডও গড়লেন অভিষেক শর্মা

IMG-20260122-WA0066

নাগপুর: নাগপুরে অনুষ্ঠিত প্রথম টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ৪৮ রানে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল। এই জয়ের নায়ক ছিলেন টিম ইন্ডিয়ার অভিষেক শর্মা। ম্যাচে তিনি মাত্র ৩৫ বলে বিধ্বংসী ৮৪ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪০.০০।
গত কয়েক বছর ধরে টি২০ আন্তর্জাতিক ফরম্যাটে অভিষেক শর্মা অসাধারণ ফর্মে রয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লেতে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বুধবারও তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন এবং মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করে নতুন রেকর্ড গড়েন। এটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতক। এর আগে ২০২০ সালে কেএল রাহুল ও রোহিত শর্মা ২৩ বলে অর্ধশতক করেছিলেন।
অভিষেক শর্মা ৬ জুলাই ২০২৪-এ নিজের প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সেই সময় থেকে এখন পর্যন্ত এই ফরম্যাটে পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার)-এ সর্বাধিক ছক্কা মারার রেকর্ড তাঁর দখলে। ৬ জুলাই ২০২৪ থেকে এখন পর্যন্ত তিনি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ারপ্লেতে সর্বাধিক ৪৯টি ছক্কা মেরেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (২৮ ছক্কা)। এরপর ব্রায়ান বেনেট (২৫) ও শাই হোপ (২৪) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে বর্তমানে এই ক্ষেত্রে অভিষেকের ধারেকাছেও কেউ নেই এবং তাঁর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল কতটা কার্যকর।
টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ বা তার কম বলে সর্বাধিকবার অর্ধশতক করার ক্ষেত্রেও অভিষেক শর্মা এখন শীর্ষে। তিনি ইতিমধ্যেই এই কৃতিত্ব ৮ বার অর্জন করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ফিল সল্ট, সূর্যকুমার যাদব ও এভিন লুইস—তাঁরা প্রত্যেকেই ৭ বার করে এই সাফল্য পেয়েছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে অভিষেক শর্মা ৮টি ছক্কা মারেন। এর ফলে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নেন। এই ক্ষেত্রে রেকর্ডটি রয়েছে দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির দখলে, তিনি ২০১২ সালে হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে ১৩টি ছক্কা মেরেছিলেন। এই তালিকায় কাইরন পোলার্ড ও অভিষেক শর্মা ৮টি করে ছক্কা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।

About Author

Advertisement