নয়াদিল্লি: অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা আদিত্য ধরের পরিচালনায় নির্মিত ছবি ‘ধুরন্ধর’–এর শিল্পীদের প্রশংসা করে একে দেশপ্রেমে ভরপুর শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির অন্যতম বলে উল্লেখ করেছেন।
ছবি ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তি পায়। এতে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর. মাধবন এবং রাকেশ বেদি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবির কাহিনি কান্দাহার বিমান অপহরণ, ২০০১ সালের সংসদ আক্রমণ এবং ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার মতো ভূ-রাজনৈতিক ও সন্ত্রাসবাদী ঘটনার পটভূমিতে গোপন গোয়েন্দা অভিযানের উপর ভিত্তি করে আবর্তিত হয়েছে।
অক্ষয় খান্নার অভিনয়ের বিশেষ প্রশংসা:
শিল্পা শেট্টি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ছবির গান ‘এফএ৯এলএ’–এর জনপ্রিয় নৃত্যের ‘স্টেপ’ করতে দেখা যান। ওই পোস্টে তিনি লেখেন, “রণবীর সিং, আপনার সময় এসে গেছে। অভিনয় বরাবরের মতোই সুসংগঠিত ও সূক্ষ্ম। অক্ষয় খান্না অসাধারণ… মাধবন, এই চরিত্রটি আপনার চেয়ে ভালো কেউই করতে পারত না। অর্জুন রামপাল অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত। সঞ্জয় দত্ত, সবসময়কার মতোই রকস্টার।”
‘ধুরন্ধর’ দলের প্রতি স্যালুট:
শিল্পা অন্যান্য অভিনেতা গৌরব গেরা, মানব গোহিল ও রাকেশ বেদির নির্বাচনের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরারও প্রশংসা করেন। পাশাপাশি তিনি লেখেন,
“আদিত্য ধর, আপনি সম্প্রতি দেশপ্রেমে ভরপুর এক অনবদ্য চলচ্চিত্র তৈরি করেছেন। ‘ধুরন্ধর’-এর সম্পূর্ণ দলকে স্যালুট।”
বক্স অফিসে দুর্দান্ত সাফল্য:
ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ কোটি টাকারও বেশি আয় করেছে। আদিত্য ধর ও তাঁর ভাই লোকেশ ধর জিও স্টুডিয়োজের জ্যোতি দেশপান্ডের সঙ্গে যৌথভাবে তাঁদের প্রযোজনা সংস্থা ‘বি৬২ স্টুডিয়োজ’–এর ব্যানারে এই ছবিটি নির্মাণ করেছেন।
হিন্দি বক্স অফিসেও ছবিটি ৬০০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে এবং এখনও প্রেক্ষাগৃহে সফলভাবে প্রদর্শিত হয়।










