দার্জিলিং ম্যান্ডারিন কমলালেবু জিআই ট্যাগ পেল

IMG-20251125-WA0085

মিরিক: মিরিক সহ দার্জিলিংয়ে উৎপাদিত ম্যান্ডারিন কমলালেবু ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে। এই কৃতিত্বের সার্টিফিকেট কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন কালেবুংয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধ্যাপক ডঃ তুলসী শরণ ঘিমিরে।
আজ মিরিকে সংগঠনটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কমলা চাষি এবং মিরিক জেলার দার্জিলিং কমলা চাষি উৎপাদক সংস্থার সদস্যদের এই তথ্য প্রদান করেন।
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সমন্বয়কারী এবং পরিকল্পনা পরিচালক জীবন কুমার রাই। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডঃ ঘিমিরে বলেন যে, মিরিক ও দার্জিলিং পাহাড়ে উৎপাদিত সুস্বাদু ও রসালো ম্যান্ডারিন কমলার জন্য জিআই ট্যাগ পাওয়ার প্রক্রিয়া ২০২২ সালে মিরিকের কমলা চাষিদের সক্রিয় সংগঠন দার্জিলিং কমলা চাষি উৎপাদক সংস্থার চেয়ারম্যান মনোজ সুব্বার নেতৃত্বে শুরু হয়েছিল। এর পর, তিনিও এই দিকে গুরুতর উদ্যোগ নেন।
একইভাবে, সংগঠনের চেয়ারম্যান মনোজ সুব্বা এই কৃতিত্বের জন্য ডঃ তুলসী শরণ ঘিমিরে এবং ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রক সহ পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে ম্যান্ডারিন কমলাকে দেওয়া এই ভৌগোলিক নির্দেশক দার্জিলিং পাহাড়ের কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে প্রমাণিত হবে।

About Author

Advertisement