দার্জিলিং: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট আলিপুরদুয়ার জেলার জয়গাঁও–কালচিনি ব্লকের খস জনজাতি সংঘ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত উধৌলি পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি ২০২৬ থেকে হিমালি টোল, হেলিপ্যাড গ্রাউন্ড, জয়গাঁওয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ডুয়ার্স, তরাই ও পাহাড় জুড়ে বিস্তৃত আমাদের খস–গোর্খা সম্প্রদায়ের যৌথ পরিচয় ও সাংস্কৃতিক ঐক্যের এক শক্তিশালী উদাহরণ হয়ে উঠেছে।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় সাংসদ বলেন, উধৌলি পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি আমাদের ইতিহাস, জীবনধারা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সামষ্টিক চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত এক ঐতিহ্য। তিনি আরও জানান, এ ধরনের অনুষ্ঠান গোর্খা সম্প্রদায়ের শিকড়কে আরও মজবুত করে। আজকের প্রজন্মকে পূর্বপুরুষদের অবদান, সংস্কার ও মূল্যবোধ স্মরণ করিয়ে দেওয়া এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এসব সাংস্কৃতিক উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংসদ আরও উল্লেখ করেন, নিজেদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করাই অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি। তিনি বলেন, গোর্খা সম্প্রদায়ের পরিচয় কোনও একটি স্থানে সীমাবদ্ধ নয়; তা পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রতিটি কোণে জীবন্ত। তাই এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।
আজকের অনুষ্ঠানে দেখা ব্যাপক জনসমাগম ও উৎসাহ আমাদের নিজস্বতার প্রতি সচেতনতা আরও দৃঢ় হচ্ছে—এমন স্পষ্ট বার্তাই দেয় বলে সাংসদ জানান।
এই অনুষ্ঠানে ভারতীয় হকির অধিনায়ক ভরত ছেত্রী এবং কালচিনির বিধায়ক বিশাল লামাও উপস্থিত ছিলেন।

শেষে সাংসদ সভাপতি শুভাষ ছেত্রীসহ খস জনজাতি সংঘ, দলসিং পাড়া, জয়গাঁও-এর সম্পূর্ণ আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁদের সাংস্কৃতিক গৌরবকে জীবন্ত রাখার ধারাবাহিক প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান।









