‘ত্রিপুরা-অসমে কেন এসআইআর হচ্ছে না?’ প্রশ্ন মমতার

IMG-20251204-WA0089

বহরমপুর: বিজেপিশাসিত ত্রিপুরা, অসমে কেন এসআইআর হচ্ছে না, বহরমপুরের সভা থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকমাস বাকি। তার আগে বুধবার মালদার  গাজোলে সভা করেন মমতা। সেখান থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তোপ দেগেছিলেন। এদিন বহরমপুরের সভাতেও তিনি ছিলেন রণংদেহী মেজাজে।
সভার শুরুতেই তৃণমূল সুপ্রিমো গেরুয়া শিবিরকে নিশানা করে বলেন, ‘যাঁরা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন, তাঁরা সতর্ক থাকবেন। তৃণমূল সব ধর্মকে শ্রদ্ধা করে।’ অন্যদিকে, তৃণমূল নেত্রীর মুর্শিদাবাদ সফরের দিনই সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে। তিনি বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে তিনি এদিন বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সংবিধান শিখিয়েছে। ৬ ডিসেম্বর আমরা সম্প্রীতি দিবস পালন করি।’ অন্যদিকে, মালদা ও মুর্শিদাবাদে ভাঙন রোধে কেন্দ্র কিছুই করেনি বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী।
কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলে এদিনও অভয়বার্তা দেন মমতা। কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, ‘বাংলায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হচ্ছে। কিন্তু বিজেপিশাসিত ত্রিপুরা, অসমে কেন এসআইআর হচ্ছে না?’ তাঁর তোপ, আসলে এসআইআর চক্রান্তের পেছনে এনআরসি রয়েছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এদিন বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘জো হমসে টকরায়েগা চুর চুর হো জায়েগা।’

About Author

Advertisement