তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা ঘেরাও বিজেপির

Chhetriya-Samachar-2

মালদহ: তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা ঘেরাও অভিযান বিজেপির। পুরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভার কাউন্সিলরদের। পুরসভায় জঞ্জাল সফাই, পানীয় জল, যানজট, জলাজমি ভরাট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ বিজেপির। জঞ্জাল কর বসানো নিয়েও ক্ষোভ পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর। পুরসভার উন্নয়নের কাজে স্বজনপোষণ করা হচ্ছে বলেও অভিযোগ। পুরসভায় বিরোধী কাউন্সিলর দের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবিআন্দোলনকারী দের। ৯ দফা দাবিতে পৌরপ্রধানকে স্মারকলিপি বিজেপি।যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো, উন্নয়নে কাজে সমান অর্থ বরাদ্দ হয়, দাবি ইংরেজবাজারের তৃণমূল পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পৌরপ্রধানের।

About Author

Advertisement